
ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কুয়েতে বসবাসরত খ্রিষ্টান ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিরা বড়দিন বা ক্রিসমাস ডে উদযাপন করেছেন।
স্থানীয় সময় ২৫ ডিসেম্বর, বুধবার দুপুরের পর থেকেই কুয়েত সিটির মালিয়া ও সালমিয়া খ্রিষ্টান চার্চে ভিড় করতে শুরু করেন ধর্মপ্রাণ মানুষ। সন্ধ্যা ৬টায় শুরু হয় মূল আলোচনা এবং প্রার্থনা সভা।
বড়দিন উদযাপন উপলক্ষে বাংলাদেশ, ভারত, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ব্যাপক সমাগম দেখা যায়। মালিয়া সমুদ্রপাড়ে প্রিয়জন, বন্ধু ও পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটান তারা। আড্ডা, খোসগল্প এবং আনন্দ-উল্লাসে মুখরিত ছিল চারপাশ।
উৎসবটি নির্বিঘ্ন করতে কুয়েত প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া উৎসব ঘিরে শপিং মল, রেস্তোরাঁ, কসমেটিকস ও জুয়েলারি দোকানে ছিল প্রচুর ভিড়। বেচাকেনা ছিল বেশ জমজমাট।
উৎসব উপলক্ষে বিভিন্ন শপিং মল, অফিস এবং বাসাবাড়িতে আলোকসজ্জা করা হয়, যা পুরো পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তোলে।