জামায়াতের সঙ্গে দেশের স্বার্থে এক থাকবে বিএনপি

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে জামায়াতসহ ইসলামি দলের সঙ্গে বিএনপি এক থাকবে বলে জানিয়েছেন দলটির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এ কথা বলেন মির্জা আব্বাস।

বিএনপির এই নেতা বলেন, ‘জামায়াতসহ অন্যান্য ইসলামি দলের নেতাদের সঙ্গে আমাদের মতভেদ থাকতে পারে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা এক। আমরা সবাই খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের ৩১ দফায় আছে, সংসদ নির্বাচনের পর একটি জাতীয় সরকার গঠন করা হবে। কারণ জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এটা আমরা স্বাধীনতা যুদ্ধকালে দেখেছি।’

তিনি বলেন, ‘আমি যখন এখানে এসে একটা স্লোগান শুনলাম নারায়ে তাকবির। অনেকদিন পরে এই স্লোগান শুনলাম। নারায়ে তাকবির আর জিন্দাবাদ স্লোগান তো বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল।’

মির্জা আব্বাস বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তিনি ভারতের সেবাদাসী। সেখানে বসে গুটি চালছেন। ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যে পরিণত করেছিল ভারত। শেখ হাসিনা চলে গেছে কিন্তু ভারতের মাথাব্যথা কেন? একটার পর একটা ঘটনা ঘটছে। আজকে সচিবালয়ে আগুন! ওই একটা গোষ্ঠীই করছে এটা।’

…..

শেয়ার করুন

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *