স্পটিফাই অ্যাপে আপত্তিকর ভিডিও প্রচার: ব্যবহারকারীদের অভিযোগ

জনপ্রিয় সংগীত স্ট্রিমিং সেবা প্রদানকারী অ্যাপ স্পটিফাই। সম্প্রতি এ অ্যাপে গান সার্চ দেওয়ার পরে আপত্তিকর ভিডিও সামনে চলে আসে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপে এক গায়িকার নাম সার্চ করতে মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে একাধিক অপশন।

তারমধ্যেই ছিল আপত্তিকর ভিডিও। এ ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা।

প্রতিবেদনে আরও বলা হয়, অভিযোগকারী অ্যাপে সার্চ করেছিলেন র‌্যাপার মিয়া। এরপরই নাকি তার অ্যাপে একাধিক সাজেশনের পাশাপাশি ভিডিও সেকশনে দেখা যায় আপত্তিকর ভিডিও।

পরে অভিযোগকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট করেন। তবে এ প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেনি স্পটিফাই কর্তৃপক্ষ।

এই ঘটনা প্রথম নয়। এর আগেও এ ধরনের ভিডিও স্পটিফাইয়ে আপলোড করা হয়েছে। আপত্তিকর অডিও ক্লিপও আপলোড হয়েছে। যদিও কারা এ ধরনের কার করেছে জানা যায়নি। যে-সব অ্যাকাউন্ট থেকে এসব ভিডিও আপলোড করা হয়েছে সেখানে ইউজার ভিন্ন থাকার কারণে কাউকে শনাক্ত করা সম্ভব যায় না।

প্রসঙ্গত, স্পটিফাই ২০০৮ সালে সুইডেনের স্টকহোমে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি বিশ্বের অন্যতম বড় সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এর মাধ্যমে বিভিন্ন ধরনের গান, অ্যালবাম, প্লেলিস্ট এবং পডকাস্ট শুনতে পারা যায়।

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *