১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরতসহ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেব

শেয়ার করুন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “দেখুন, আমি মনে করি, দুটো বিষয়ই পাশাপাশি চলবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হলেও আমাদের দুই দেশের আরও অনেক স্বার্থসংশ্লিষ্ট বিষয় রয়েছে। আমরা সেগুলো নিয়ে এগিয়ে যাব।”

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের কাছ থেকে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে বেইজিং সফরে যাচ্ছেন তৌহিদ হোসেন। সফরের সময় দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

 

শেয়ার করুন