কোহলিকে আউট না দিয়ে আলোচনায় সৈকত

মেলবোর্নের পর সিডনি টেস্টেও আলোচনায় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ফের চর্চার কেন্দ্রে। মেলবোর্ন টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করার সময় তার একটি সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছিল। এবার সিডনি টেস্টে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় তিনি আবারও দৃষ্টি আকর্ষণ করেছেন।

কোহলির বিতর্কিত আউটের ঘটনা

শুক্রবার সিডনিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচ শুরু হয়। ভারতের ইনিংসের অষ্টম ওভারে ব্যাটিংয়ে নামেন বিরাট কোহলি। সে সময় ভারত ২ উইকেটে ১৭ রান সংগ্রহ করেছিল। কোহলিকে আউট করলে অস্ট্রেলিয়ার জন্য পরিস্থিতি আরও সুবিধাজনক হতো।

স্কট বোল্যান্ডের করা প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে ছিল। কোহলি খোঁচা দিলে বল স্লিপে দাঁড়ানো স্টিভেন স্মিথের হাতে যায়। স্মিথ ক্যাচ ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন, এবং পুরো অস্ট্রেলিয়া দল উদযাপন শুরু করে। তবে অনফিল্ড আম্পায়ার সৈকত নিশ্চিত হতে না পেরে তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন।

তৃতীয় আম্পায়ার ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন রিপ্লে দেখে সিদ্ধান্ত দেন যে বলটি মাটিতে ছুঁয়েছিল। ফলে কোহলিকে নট আউট ঘোষণা করা হয়।

মধ্যাহ্ন বিরতির আগে স্মিথ ব্রডকাস্টারকে বলেন, “১০০ ভাগ নিশ্চিত ছিলাম যে এটি ক্যাচ। কিন্তু সিদ্ধান্ত আম্পায়ারের।” যদিও শূন্য রানে জীবন পাওয়া কোহলি লম্বা ইনিংস খেলতে পারেননি। দিনের দ্বিতীয় সেশনে ৬৯ বলে ১৭ রান করে সেই বোল্যান্ডের বলেই স্লিপে ক্যাচ দেন।

পূর্বের সিদ্ধান্তের প্রসঙ্গ

মেলবোর্ন টেস্টে শরফুদ্দৌলা গুরুত্বপূর্ণ মুহূর্তে যশস্বী জয়সাওয়ালকে আউট দেওয়ার জন্য শিরোনামে আসেন। স্নিকো মিটারের তথ্য অস্বীকার করে নিজের সিদ্ধান্তে তিনি অটল ছিলেন। সেদিন তিনি তৃতীয় আম্পায়ার ছিলেন, আর উইলসন ছিলেন অনফিল্ড আম্পায়ার। এবার সিডনিতে তারা ভূমিকা বদল করলেও উভয় ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

এই ধারাবাহিকতা শরফুদ্দৌলার বিচার-বিবেচনার দক্ষতার প্রমাণ।

 

শেয়ার করুন

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *