রোনালদোর দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন হালান্ড

ইউরোপিয়ান কোনো ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ড এতদিন এককভাবে নিজের করে রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল রোববার রোনালদোর সেই অসাধারণ রেকর্ডে ভাগ বসালেন আরলিং হালান্ড।

 

রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় আর্সেনালের বিপক্ষে ৯ মিনিটে গোল করেন হালান্ড। এতেই রোনালদোর দ্রুততম ব্যতিক্রমী সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করে ফেলেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড। এই ম্যাচে আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ম্যানসিটি।

আর্সেনালের বিপক্ষে শুরুর দিকের গোলটি ম্যানচেস্টার সিটির জার্সিতে হালান্ডের শততম। ম্যানসিটির হয়ে ১০০ গোল করতে হালান্ডকে খেলতে হয়েছে ১০৫ ম্যাচ।

 

এর আগে ২০১১ সালে স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে ১০০ গোল পূর্ণ করেছিলেন রোনালদো। পর্তুগিজ তারকারও এই মাইলফলক স্পর্শ করতে খেলতে হয়েছে ১০৫ ম্যাচ।

 

চলতি বছরই ম্যানসিটির জার্সিতে ১০০ গোল পূর্ণ করেছিলেন কেভিন ডি ব্রুইনা। সিটির ১৮তম ফুটবলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছিলেন বেলজিয়ামের এই তারকা।

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *