টিউলিপের পদত্যাগে ‘ব্যথিত’ ব্রিটিশ প্রধানমন্ত্রী, যা বললেন

আর্থিক অসংগতি ও দুর্নীতির অভিযোগের মুখে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক অবশেষে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) টিউলিপ ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করে স্টারমার একটি বিবৃতিতে তার প্রতিক্রিয়া জানান।

স্টারমার বলেন, “প্রিয় টিউলিপ, আপনার পত্রের জন্য ধন্যবাদ। অত্যন্ত ব্যথিত মনে আমি আপনার পদত্যাগ গ্রহণ করছি। সিটি মিনিস্টার হিসেবে আপনার গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “আমার স্বাধীন পরামর্শক স্যার লরি ম্যাগনাস নিশ্চিত করেছেন যে, আপনার বিরুদ্ধে কোনো আর্থিক অসংগতি বা মিনিস্ট্রিয়াল কোড ভঙ্গের প্রমাণ পাওয়া যায়নি। বরং স্বপ্রণোদিত হয়ে নিজেকে তদন্তের আওতায় আনার এবং তদন্তকারীদের সহযোগিতা করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।”

দুর্নীতির অভিযোগ ও পদত্যাগের কারণ
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল, যার মধ্যে রয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি দেওয়া, এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে অর্থ আত্মসাৎ। এই অভিযোগগুলোর কারণে তিনি প্রচণ্ড রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে পড়েন। যদিও তার বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ মেলেনি, অভিযোগের জেরে মন্ত্রিত্ব ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন টিউলিপ।

স্টারমার টিউলিপের পদত্যাগের সিদ্ধান্তকে সাহসী উল্লেখ করে বলেন, “ব্রিটেনকে সমৃদ্ধ করার কাজে কোনো বিঘ্ন না ঘটাতে আপনার নেওয়া কঠিন সিদ্ধান্তের প্রশংসা করছি। ভবিষ্যতে আপনার জন্য সব দরজা খোলা থাকবে।”

তদন্ত প্রতিবেদন প্রকাশের অপেক্ষা
ব্রিটেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিগগিরই টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে। তবে টিউলিপের পদত্যাগে দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

 

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *