আবারও মা হলেন অভিনেত্রী প্রসূন আজাদ

লাক্স সুপারস্টার ও অভিনেত্রী প্রসূন আজাদ আবারও সন্তানের মা হয়েছেন। ২৭ জানুয়ারি তিনি ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও নবজাতক দু’জনেই সুস্থ আছেন। প্রসূন আজাদ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন, এবং নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এটি তার দ্বিতীয় সন্তান। এর আগে, ২০২২ সালে তিনি প্রথমবার মা হয়েছিলেন, তখনও তার সন্তান ছেলে ছিল। দ্বিতীয় সন্তানের জন্ম নিয়ে প্রসূন বলেন, প্রথমবার মা হওয়া ছিল অনেক উত্তেজনাপূর্ণ, তবে তখন অনেক কিছুই বুঝতে পারিনি এবং সন্তানের মুখ দেখেই কান্নায় ভেঙে পড়েছিলাম। তবে এখন, দ্বিতীয় সন্তানের মা হয়ে নিজের সেলফ রেসপেক্ট অনেক বেড়েছে এবং তিনি এখন সন্তান ও নিজের সুস্থতার প্রতি আরও বেশি যত্ন নিচ্ছেন।

প্রসঙ্গত, ২০২১ সালে প্রসূন আজাদ বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে তিনি তার সংসারে মনোযোগী হয়েছেন। ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার রিয়েলিটি শোয়ের প্রথম রানারআপ হিসেবে শোবিজে পা রাখেন প্রসূন। একাধিক নাটক ও সিনেমায় অভিনয় করলেও, একসময় তিনি রূপালি জগত থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। সর্বশেষ তাকে ‘পদ্মপুরাণ’ সিনেমায় দেখা গিয়েছিল।

এছাড়া, তার ফেসবুক পেজে হ্যাকারদের মাধ্যমে অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগও উঠেছে।

 

শেয়ার করুন

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *