জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ নিয়ে চিত্র প্রদর্শনী শুরু আজ

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘জুলাই ম্যাসাকার আর্কাইভ’ নামের একটি গবেষণামূলক সংগঠনের উদ্যোগে ‘আ জার্নি থ্রো জুলাই’ শীর্ষক এই প্রদর্শনী আজ ১ ফেব্রুয়ারি শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

প্রদর্শনীটি রাজধানীর পান্থপথের দৃক্ গ্যালারিতে অনুষ্ঠিত হবে এবং প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রদর্শনীতে জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের বিভিন্ন স্থিরচিত্র প্রদর্শিত হবে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার পতনের আন্দোলন পর্যন্ত পর্যায়ক্রমে সংগ্রাম ও পরিবর্তনের চিত্র তুলে ধরা হবে। এছাড়াও, জুলাই আন্দোলনের সময়ে পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনের সংক্ষিপ্ত গবেষণাও প্রদর্শিত হবে।

প্রদর্শনীর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, পৃথিবীর বিভিন্ন দেশের আন্দোলনের সঙ্গে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের সাদৃশ্য তুলে ধরা। পুলিশের নিপীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে বিশ্বব্যাপী মানুষের ক্ষোভের প্রকাশের মিল তুলে ধরতে এই প্রদর্শনী সাজানো হয়েছে, যা দর্শকদের জন্য পৃথিবীর মুক্তিকামী আন্দোলনের একটি ধারণা প্রদান করবে।

‘আলোর ভোর’ ফাউন্ডেশন এবং গবেষণা সংস্থা ‘পিঁপড়া’-র সহায়তায় এই প্রদর্শনীটি তিনদিন ধরে দৃক গ্যালারিতে সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকরা ভবিষ্যতে আরও বিভিন্ন আয়োজনের পরিকল্পনা করেছেন।

জুলাই অভ্যুত্থান বিষয়ক সেলের সেল সম্পাদক এবং জুলাই আর্কাইভের প্রতিষ্ঠাতা সদস্য হাসান ইনাম বলেন, “হাসিনার পালানোর পর থেকেই আমরা জুলাই আর্কাইভের কাজ শুরু করি। আমরা বিভিন্ন ছবি, ভিডিও, শহীদদের জীবনী সংগ্রহ করেছি এবং ধীরে ধীরে প্রদর্শনী শুরু করছি। ইতিমধ্যেই একটি ওয়েবসাইট (JulyMassacreArchive.org) তৈরি করা হয়েছে, যেখানে সবকিছু আপলোড করা হবে।” তিনি আরও জানান, “এই প্রদর্শনীটি আমাদের প্রথম প্রদর্শনী, এবং এর আগে আমরা ১০ মিনিটের একটি ডকুমেন্টারি তৈরি করেছিলাম যা সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এই প্রদর্শনী আয়োজনের জন্য আমরা আলোর ভোর ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ।”

 

শেয়ার করুন

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *