শাহরুখের ২০০ কোটির মান্নাত নয়, বলিউডের সবচেয়ে দামি বাড়ি যার

মুম্বাই শহরের অন্যতম আকর্ষণ শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মান্নাত। আরব সাগরের তীরে অবস্থিত এই প্রাসাদোপম বাড়ির সামনে প্রতিদিনই ভিড় জমান তার ভক্তরা। বিশাল এই বাংলোর দাম প্রায় ২০০ কোটি টাকা, যা বলিউড তারকাদের অন্যতম দামি সম্পত্তির তালিকায় জায়গা করে নিয়েছে।

এই তালিকায় রয়েছে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িজলসা’। মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় এই বাসভবনের সামনে ভক্তরা প্রতিদিন ভিড় করেন বিগ বি-কে একঝলক দেখার আশায়। মূল্যমানের বিচারে জলসার দাম আনুমানিক ১০০ কোটি টাকা।

তবে মূল্য ও ঐতিহ্যের দিক থেকে শাহরুখ ও অমিতাভের বাড়িকে ছাড়িয়ে গেছে এক বলিউড তারকার সম্পত্তি—সাইফ আলি খানের ‘পটৌডী প্যালেস’। এটি আসলে কোনো সাধারণ বাংলো নয়, একেবারে রাজপ্রাসাদ! হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত এই ঐতিহাসিক প্রাসাদের আনুমানিক মূল্য ৮০০ কোটি টাকা।

সাইফ আলি খানের পৈতৃক এই প্রাসাদ তৈরি করেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও পটৌডীর নবাব ইফতিকার আলি খান। ১৯৩০ সালে ভোপালের বেগমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি এই রাজকীয় প্রাসাদটি নির্মাণ করেন, যেখানে নবাব পরিবারের বহু প্রজন্ম বসবাস করেছেন।

বর্তমানে সাইফ আলি খান, তার স্ত্রী কারিনা কাপুর খান, এবং তাদের দুই পুত্র তৈমুর ও জেহ-সহ গোটা পরিবার প্রায়ই ছুটি কাটাতে যান এই ঐতিহাসিক প্রাসাদে। এছাড়া, সাইফের বড় ছেলে ইব্রাহিম আলি খান, কন্যা সারা আলি খান, এবং দুই বোন সোহা ও সাবা আলি খানও মাঝে মাঝে এখানে সময় কাটান।

ঐতিহ্য ও রাজকীয়তার ছোঁয়ায় সমৃদ্ধ পটৌডী প্যালেস শুধু মূল্যমানেই নয়, ইতিহাস ও স্থাপত্যের সৌন্দর্যেও অনন্য।

শেয়ার করুন

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *