ছিনতাই ঠেকাতে ‘স্মল আর্মস পাচ্ছেন’ ট্রাফিক সার্জেন্টরা

উত্তরা আজমপুরে ই-টিকিটিং পদ্ধতির উদ্বোধন: ছিনতাই দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উত্তরা আজমপুর বিডিআর মার্কেট সংলগ্ন বাসস্ট্যান্ডে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজিত ‘ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল’ উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে রাজধানীতে ছিনতাই দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শেখ মো. সাজ্জাত আলী জানান, সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের প্রবণতা বেড়েছে, বিশেষ করে হাউজবিল্ডিং থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং ব্যাপক ধরপাকড় চালিয়ে অসংখ্য ছিনতাইকারীকে আটক করা হয়েছে। ফলে গত ১৫ দিন ধরে ছিনতাই কমেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, ট্রাফিক পুলিশের সদস্যরা অনেক সময় লোকবল সংকটের কারণে ছিনতাইকারীদের মোকাবিলা করতে পারেন না। তাই তাদের ‘স্মল আর্মস’ (হালকা অস্ত্র) দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।

এছাড়া, ধানমন্ডি ৩২ নম্বরে গত রাতে হামলা ও ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং গভীর রাত পর্যন্ত তিনি নিজে এ বিষয়ে রিপোর্ট নিয়েছেন। তবে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম. এ. বাতেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। এছাড়া, প্রধান বক্তা ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *