যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি বিমান হামলা

লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত ও দুজন আহত হয়েছেন। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সময় শনিবার লেবাননের পূর্বাঞ্চলের বেক্কা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে শারা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। দেশটির জাতীয় সংবাদ সংস্থার খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর কৌশলগত অস্ত্রের উৎপাদন ও সংরক্ষণাগারকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ওই স্থানে যে ধরনের কর্মকাণ্ড চলছিল, তা ইসরায়েল ও লেবাননের মধ্যকার সমঝোতার স্পষ্ট লঙ্ঘন। উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যার মাধ্যমে দুই পক্ষের মধ্যে সংঘাত বন্ধ হয়।

যদিও যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েল বিভিন্ন সময় লেবাননে হামলা চালিয়েছে। দেশটি দাবি করে, তারা হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালাচ্ছে।

চুক্তির শর্ত মেনে হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর পাশাপাশি লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বেক্কা উপত্যকায় হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি রয়েছে, যেখানে ইসরায়েল একাধিক হামলা চালিয়েছে। গত ৩১ জানুয়ারি লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় অন্তত দুজন নিহত হন। ইসরায়েলি বাহিনী দাবি করে, তারা হিজবুল্লাহর একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে।

বিমান হামলার নিন্দা জানিয়ে হিজবুল্লাহর কর্মকর্তা ইব্রাহিম মাউসাওয়ি বলেন, ‘এটি একটি বিপজ্জনক লঙ্ঘন এবং ভয়ানক আগ্রাসন।’ তিনি লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা বন্ধের আহ্বান জানান।

 

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *