দোতলা যাত্রীবাহী বিমান আনতে কাজ করছে এয়ারবাস

বিশ্বের বিমান নির্মাতা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই কম জায়গায় বেশি যাত্রী পরিবহন ও একই সঙ্গে আরামদায়ক ভ্রমণের উপায় নিয়ে গবেষণা করছে। এবার সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে উদ্যোগ নিয়েছে এয়ারবাস।

এয়ারবাস, ‘চেজ লঞ্জ’ নামের একটি নতুন সংস্থার তৈরি দোতলা আসন তাদের বিমানে যুক্ত করার পরিকল্পনা করছে। এই নকশায় যাত্রীদের মাথার ওপরে থাকা লাগেজ রাখার জায়গা সরিয়ে সেখানে দ্বিতল আসন যুক্ত করা হবে। নিচের সারির যাত্রীরা তাদের পা আরও আরাম করে ছড়িয়ে বসতে পারবেন, আর উপরের সারির যাত্রীদের জন্যও এটি হবে আরামদায়ক।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, এই আসন নকশা নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ এটিকে নতুন উদ্ভাবন হিসেবে দেখছেন, আবার অনেকে সমালোচনা করছেন। এক ব্যক্তি মজা করে মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “এই আসনের ভালো দিক হলো, উপরের যাত্রী বায়ুত্যাগ করলে সেটা সরাসরি নিচের যাত্রীর মুখে আসবে— এতে আর খুঁজতে হবে না কে দায়ী!”

এই আসন নকশার নির্মাতা প্রতিষ্ঠান ‘চেজ লঞ্জ’-এর প্রধান নির্বাহী আলেজান্দ্রো নুনেজ ভিসেন্ত জানিয়েছেন, তারা এয়ারবাসের সঙ্গে কাজ করার প্রাথমিক পর্যায়ে আছেন। তিনি লিংকডইনে লিখেছেন, “আমি চার বছর ধরে কাজ করার পর আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, যাত্রীদের আরও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা দিতে আমরা এয়ারবাসের সঙ্গে কাজ শুরু করেছি।”

তিনি আরও বলেন, “এটি বাণিজ্যিক বিমান খাতের জন্য এক নতুন যুগের সূচনা। আশা করি, ভবিষ্যতে সবাই আরও আরামদায়কভাবে আকাশপথে ভ্রমণ করতে পারবেন।”

 

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *