‘সুইটহার্ট’ লিখে ফেসবুকে অস্ত্রসহ ছবি পোস্ট, তরুণ গ্রেপ্তার

দিনাজপুরের বিরামপুরে ফেসবুকে অস্ত্রসহ ছবি পোস্ট করার পর এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ মার্চ) রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম নাবিল হোসেন (২২), তিনি বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, নাবিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখার সদস্য। তাঁর বিরুদ্ধে বিরামপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলার অভিযোগ রয়েছে, যার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার তাঁকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

পুলিশ সূত্রে জানা যায়, নাবিল তার গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর ফেসবুকে অস্ত্রসহ একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘তুমি যদি যোগাযোগ না করো, তাহলে আমি আত্মহত্যা করব।’

গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি তার ফেসবুক আইডি “নাবিল (নাবু)” থেকে একটি রিভলবার ও ম্যাগাজিনের ছবি পোস্ট করেন, যার নিচের ডান কোণে লাল রঙে ইংরেজিতে লেখা ছিল “সুইটহার্ট”। বিষয়টি পুলিশের নজরে এলে সন্ধ্যার পর থেকে তাকে ধরতে অভিযান চালানো হয়। রাত ৯টার দিকে বিরামপুর মহিলা কলেজের পাশে বড়মাঠ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

শেয়ার করুন

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *