রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহীতে অবস্থানরত জামালপুর জেলার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে জামালপুর জেলা কল্যাণ সমিতি রাজশাহীর আয়োজনে মাহফিলটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. রিয়াদ হোসেন। মহফিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট ও রামেকের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অতিথির বক্তব্যে জেলা সমিতির কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা আজ এই ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে আনন্দিত। আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। আমরা যেন এরপর আরও এরকম অনুষ্ঠান আয়োজন করতে পারি। জেলা সমিতিকে এগিয়ে নেওয়ার জন্য সবার সাহায্য প্রত্যাশা করছি।

জেলা সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান বলেন, ইফতার মাহফিলে এসে আমার খুবই ভালো লাগছে। আজকের উপস্থিতি দেখে আমার মনে হচ্ছে জামালপুর জেলা সমিতি এগিয়ে যাচ্ছে। এরপরে যেসব অনুষ্ঠান আয়োজন করা হবে, সেখানেও সবার অংশগ্রহণ প্রত্যাশা করছি। আর তোমাদের যেকোনো সমস্যায় আমরা তোমাদের পাশে আছি।

জেলা সমিতির সাধারণ সম্পাদক শাহীন ইসলামের সঞ্চালনায় সমাপনী বক্তব্য রাখেন জেলা সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. আব্দুল্যাহ্ আল মারুফ। এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা রুয়েটের সহযোগী অধ্যাপক মোহাইমিনুল ইসলাম জীবন, সমিতির সহসভাপতি এস এম তাহির জামান জেনন, আব্দুল্লাহ্ আল সোয়ায়েব, আলমগীর কবির, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, মো. মামুন মিয়া, এস এম তৌহিদ জামান নিয়ন প্রমুখ।

শেয়ার করুন

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *