শাবিপ্রবিতে ছাত্রদলের কমিটি ঘোষণা : সভাপতি রাহাত, সম্পাদক নাঈম

শাবিপ্রবি প্রতিনিধি: প্রায় এক যুগ পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের রাহাত জামান। আর সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের নাঈম সরকার।

১৪ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. সোহাগ। সহ-সভাপতি হিসেবে রয়েছেন সৈয়দ উসামা ইব্রাহীম, মো. জসিম উদ্দিন লস্কর, শাহ পরান, মো. মাহির আসিফ, আল সোয়াইবি, মো. সাঈদ আল নাঈম, মার্জিয়া সুলতানা পিংকি, শরিফ আহমেদ, মো. আহাদ রহমান ও মো. ইমন হোসেন এলিম।

কমিটিতে আরও রয়েছেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, মো. জহিরুল ইসলাম, মো. রাহাত হোসেন, আফফান, মিঠু সরকার, মো. মোস্তাকিন ইসলাম, মো. জুনায়েদ হাসান, মো. আল আমিন, ফাহাদ খান, মোহাম্মদ সোহানুর রহমান, মো. আরফান উদ্দীন, মো. জুলফিকার রহমান, মো. জাবির, হারুন অর রশিদ রাসেল, তাজুল ইসলাম, খলিলুর রহমান চাঁদ ও মোহাম্মদ আশিক।

এছাড়া, সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আবদুল্লাহ আল মামুন, কামরুল হাসান, নূর আলম রাজিব, জামিল সাজ্জাদ, আবু আফসার মোজাম্মেল, মোহাম্মদ মাসউদ হোসেন শিপন, এস এম সাখাওয়াত শাকিব নিলয়, সোহান শাহ, মো. মেহেদী হাসান, মো. শরীফ মিয়া, মোস্তাক আহমেদ ও মো. মোবিন সিদ্দিক।

শেয়ার করুন

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *