করাচি বিমানবন্দরের পাশে ভয়াবহ বিস্ফোরণ- ‘তিন বিদেশি নাগরিক নিহত,

-পাকিস্তানের করাচিতে বিমানবন্দরের পাশে এক ভয়াবহ বিস্ফোরণে তিনজন বিদেশি নাগরিক নিহত ও ১৭ জন গুরুতর আহত হয়েছেন।

একটি সূত্র জিও নিউজকে জানিয়েছে, ওই বিস্ফোরণে শব্দ পার্শ্ববর্তী অন্যান্য শহর থেকেও শোনা গেছে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরিত এলাকা থেকে কালো ধোয়া উড়ছে এবং আগুন জলছে।

দেশেটির স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া উল হাসান লাঞ্জান সন্দেহের ভিত্তিতে বলেন, দূর নিয়ন্ত্রিত যন্ত্র আইইডি ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। খবর জিও নিউজ।

বিস্ফোরণের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে জিন্নাহ হাসপাতালে পাঠানো হয়েছে। এক বিবৃতিতে মালির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) জানিয়েছেন, বিমানবন্দরের কাছাকাছি একটি ট্রাফিক সিগন্যালে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, একটি তেলের ট্যাঙ্কারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ঘটনাস্থলে আরও একাধিক গাড়ি ছিল। এ ঘটনার পর আইনপ্রয়োগকারী সংস্থা এবং ফায়ারফাইটার ঘটনাস্থলে পৌঁছেছে।

সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ বলেন, ঘটনার বিষয়ে মালির সিনিয়র পুলিশ সুপারের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য নির্দেশ দেয়া হয়েছে।-

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *