১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শৈলকুপায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বেলা ১২টার দিকে উপজেলার বড়দাহ মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম জিসান (১৬)। তিনি শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামের মান্নান হোসেনের ছেলে। জিসান চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন এবং স্থানীয় গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করতেন। পাশাপাশি তিনি আরহাম মেমোরিয়াল কোচিং সেন্টারের ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিসান বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বড়দাহ মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ দুর্ঘটনায় জিসানের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার ও সহপাঠীদের মাঝেও নেমে এসেছে গভীর শোক। আরহাম মেমোরিয়াল কোচিং সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থীরা জিসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন