ঢাকা মেডিকেল কলেজ এ শিশু মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

চিকিৎসাধীন একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

শুক্রবার ,১৯ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর স্বজনরা রাজধানীর বংশাল এলাকার বলে জানিয়েছে পুলিশ।

বংশাল থেকে নয় বছর বয়সী একটি শিশুকে বিকেলে ঢামেকের ২১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে শিশুটি মারা গেলে স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে চিকিৎসক ও স্টাফদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

 

পরে রাত পৌনে ১০টার দিকে বংশাল এলাকা থেকে শতাধিক যুবক হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে ভাঙচুর চালায় ও ট্রলিম্যানসহ অন্যান্য স্টাফদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে দুইজন ঢাকা মেডিকেল কলেজ এ চিকিৎসাধীন আছেন।

 

শেয়ার করুন

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *