১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ণ মেয়াদে শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্বে -‘সনাৎ জয়সুরিয়া’

শেয়ার করুন

-ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসা টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে ক্রিস সিলভারউডকে কোচের পদ থেকে সরিয়ে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এরপর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয় দেশটি সাবেক তারকা ক্রিকেটার সনাৎ জয়সুরিয়াকে।

অবশেষে ১৯৯৬ বিশ্বকাপজয়ী এই তারকাকে এবার পূর্ণ মেয়াদে প্রধান কোচের দায়িত্ব দিল দেশটির ক্রিকেট বোর্ড।

সোমবার (৭ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা। উক্ত বিবৃতিতে বলা হয়, ‘শ্রীলঙ্কা ক্রিকেট সনাৎ জয়সুরিয়াকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দিচ্ছে। ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দলের ভালো পারফরম্যান্সকে বিবেচনায় নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাহী কমিটি।’

আপদকালীন দায়িত্ব নিয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন জয়সুরিয়া। জুলাইয়ে শুরু, ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নেয় শ্রীলঙ্কা। পরে ইংল্যান্ড সফরে গিয়ে ১০ বছর পর টেস্টে জয়ের দেখা পায় তার দল।

ঘরের মাঠে সম্প্রতি নিউজিল্যান্ডকে টেস্টে ২-০তে হোয়াইটওয়াশ করেছে লঙ্কানরা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দারুণ একটি সুযোগও এসেছে দলটির কাছে। চলতি বছরের পহেলা অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ৩১ মার্চ ২০২৬ সাল পর্যন্ত হেড কোচের দায়িত্ব পালন করবেন জয়সুরিয়া।

অবশ্য জাতীয় দলের সঙ্গে এর আগেও যুক্ত ছিলেন এই সাবেক ক্রিকেটার। ২০১৩ সালে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। ২০১৫ সাল পর্যন্ত সে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০১৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে একই দায়িত্ব ছিল তার কাঁধে। এখন দেখার পালা কোচ হিসেবে সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কিনা এই জয়সুরিয়া।-

শেয়ার করুন