১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতা সালাউদ্দিন টুকুর নামে চাঁদা দাবি, থানায় জিডি

শেয়ার করুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নাম ব্যবহার করে কে বা কারা টাঙ্গাইলের কান্দাপাড়ার জনৈক জালাল উদ্দিন চাকলাদারের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেছে। চাঁদা পরিশোধের জন্য ওই ব্যক্তিকে ৫ ঘণ্টার আলটিমেটামও দেওয়া হয়, নয়তো তার বিভিন্ন অনৈতিক কাজের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে মব সৃষ্টির মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।এ বিষয়টি জানতে পেরে সালাউদ্দিন টুকু টাঙ্গাইল সদর থানায় একটি জিডি করেছেন।

ভুক্তভোগী জালাল উদ্দিন চাকলাদার জানান, গত রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে অজ্ঞাত এক একটি বিদেশি ফোন (নম্বর +৯১৮৬০৩৪০ ১২৫৮) থেকে তার ব্যক্তিগত হোয়াটস অ্যাপ নম্বরে ম্যাসেজ পাঠিয়ে নিজেকে সালাউদ্দিন টুকুর লোক বলে পরিচয় দেয়। পরে ওই অজ্ঞাত ব্যক্তি ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে। ৫ ঘণ্টার মধ্যে দাবি করা টাকা পরিশোধ না করলে ওই অজ্ঞাত ব্যক্তি সংবাদ সম্মেলন করবে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীর বিভিন্ন অনৈতিক কাজের ভুয়া স্ক্রিনশট ভাইরাল করে তাকে হয়রানি করবে বলে জানায়। অজ্ঞাত ওই ব্যক্তি হুমকি দিয়ে বলে, নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে না পারলে মব সৃষ্টি করে তাকে লাঞ্ছিত করা হবে। সালাউদ্দিন টুকুর নির্দেশেই সে যোগাযোগ করেছে বলে জানায়।

পরবর্তীতে জালাল উদ্দিন চাকলাদার পুরো বিষয়টি সালাউদ্দিন টুকুকে অবগত করেন। তিনি তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীকে আইনের আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় এই নেতা নিজেও ভবিষ্যতে তার নাম ব্যবহার করে চাঁদাবাজি, অর্থ দাবি, সামাজিক ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের আশঙ্কার কথা জানিয়ে গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর থানায় একটি জিডি নথিভুক্ত করেন ( জিডি নং: ৬০৯)।

এ বিষয়ে জানতে চাইলে সুলতান সালাউদ্দিন টুকু আমাদের সময়কে বলেন, শুধু আমার একার নামেই নয়। বিএনপির অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতার নাম ব্যবহার করে একটি স্বার্থন্বেষী মহল চাঁদাবাজি ও দখলবাজির মতো অপরাধ করছে বা অপরাধ করার পাঁয়তারা করছে। অথচ আমরা এসবের কিছুই জানি না। এসব কর্মকাণ্ডের সঙ্গে আমরা মোটেও জড়িত নই।

তিনি বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সন্ত্রাসী চাঁদাবাজ দখলদারদের জায়গা বিএনপি হবে না। আইনশৃঙ্খলাবাহিনীর কাছে এদের চিহ্নিত করে আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

শেয়ার করুন