
-ডেনমার্কের বিপক্ষে খেলতে গিয়ে ট্যাকলের শিকার হন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। এতে পায়েল পেশিতে টান পড়ে তার।
যে কারণে নেশন্স লিগে পরবর্তী ম্যাচে সার্বিয়ার বিপক্ষে পাওয়া যাবে না তাকে।
শনিবার রাতে ডেনমার্কের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়লাভ করে স্পেন।
ম্যাচটিতে ইয়ামাল শিকার হন বেশ কয়েকটি ট্যাকলের। ম্যাচ জুড়ে সেটি সহ্য করে গেলেও শেষ মুহূর্তের ট্যাকল সরাসরি গিয়ে তার পায়ে লাগে।
পরে তাকে উঠিয়ে নেওয়া হয় মাঠ থেকে। ম্যাচ শেষে টিম বাসে যাওয়ার সময় দেখা যায় খুঁড়িয়ে হাঁটছেন তিনি।
ম্যাচশেষে গতকাল এমআরআই স্ক্যান করানো হয় ইয়ামালের। রিপোর্ট পাওয়ার পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায় পেশিতে টান পড়েছে ১৭ বছর বয়সী এই উইঙ্গারের। পরে খেলোয়াড়দের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে, চোটের ঝুঁকি এড়াতে তাকে দল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
ফলে আগামী ম্যাচে সার্বিয়ার বিপক্ষে খেলবেন না ইয়ামাল। সরাসরি তিনি যোগ দেবেন বার্সেলোনায়। তার জায়গায় ডাক পেয়েছেন আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার রদ্রিগো রিকেলমে।-


Leave a Reply