অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ৩ অধ্যাপক

চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, ড্যারন আসেমোগলু, সিমন জনসন ও জেমস এ রবিনসন।

সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে রয়েল সুইডিশ অ্যাকাডেমি ২০২৪ সালের এ পুরস্কার ঘোষণা করে।

নোবেল কর্তপক্ষ জানায়, কীভাবে প্রতিষ্ঠান গঠিত হয় এবং সমৃদ্ধিতে প্রভাব ফেলে— তা নিয়ে গবেষণার জন্য তাদের ২০২৪ সালের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

ড্যারন আসেমোগলুর জন্ম তুরস্কের ইস্তানবুলে ১৯৬৭ সালে। লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে তিনি পিএইডি ডিগ্রি লাভ করেন। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক হিসেবে তিনি কর্মরত।

সিমন জনসনের জন্ম ১৯৬৩ সালে যুক্তরাজ্যের শিফিল্ডে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে তিনি ১৯৮৯ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি।

আর রবিনসনের জন্ম ১৯৬০ সালে। যুক্তরাষ্ট্রের ইয়েলে বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৯৩ সালে পিএইচডি ডিগ্রি অজর্ন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক।।

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *