ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু

-ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪ জন।

বুধবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে একজন, ঢাকা দক্ষিণ সিটি ও উত্তর সিটিতে একজন করে এবং খুলনা বিভাগে দুজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ৪২৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ১৫৪ জন।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৪ জনের। নভেম্বরের প্রথম ১৮ দিনে ১৯ হাজার ২৫১ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১০৬ জনের।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। গত বছর এক হাজার ৭০৫ জন মশাবাহিত এই রোগে মারা গেছেন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু। –

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *