খাগড়াছড়িতে নারী হত্যা: আতঙ্কিত এলাকাবাসী

খাগড়াছড়ির জেলা শহরে ঘরে ঢুকে চুমকি রানী দাশ (৫০) নামে এক নারীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে শহরের অপর্ণা চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চুমকি ওই এলাকার তপন কান্তি দাশের স্ত্রী। বর্তমানে নিহতের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে।

ঘটনার পর খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল আলম ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে একটি শিল (পাটায় ব্যবহার করার) পাওয়া গেছে। যা দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। ছিনতাইকারী কানের দুল খুলে নেওয়ায় চুমকি রানীর কান ছিঁড়ে গেছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঢাকা পোস্টকে বলেন, গুরুতর আহত অবস্থায় চুমকি রানীকে সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *