দীর্ঘ অপেক্ষার অবসান: চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে

এ যেন নতুন মোড়কে পুরাতন খবর। প্রায় প্রতিদিনই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ক্রিকেট দুনিয়াতে ভেসে আসছে ‘আরেকটি নতুন খবর’। যার প্রায় সবকিছুর মূল বক্তব্য এটাই– ভারতের দাবি মেনে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত পাকিস্তানে খেলছে না। তার বদলে ম্যান ইন ব্লুদের খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এটুইক খবর এখন অনেকটাই নিশ্চিত।

নতুন করে খবরের শিরোনামে যুক্ত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আইসিসির মন্তব্য কিংবা পাকিস্তানের শর্ত সংক্রান্ত তথ্য। গতকালই তেমনই খবর সামনে এনেছে দুই বিবাদমান দেশ ভারত ও পাকিস্তানের নিজ নিজ গণমাধ্যম। নতুন করে বলা হচ্ছে, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল। লিগ পর্যায়ে নিজেদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোয়।

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) এ বিষয়ে সমঝোতায় এসেছে বলে খবর দিয়েছে ভারতের টাইমস অব ইন্ডিয়া আর পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন। এছাড়া আজ শনিবার আইসিসি সভাপতি জয় শাহর এ নিয়ে দুই বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করার কথা রয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবর বলছে, বিসিসিআইয়ের চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ দুবাইয়ে খেলতে চাওয়ার বিনিময়ে পিসিবি পাকিস্তান দলের ভারতে না যাওয়ার শর্ত দিয়েছে। আর সেটা মেনেও নিচ্ছে আইসিসি। তবে এর সীমা ২০২৭ পর্যন্ত। যার আওতায় ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। এই টুর্নামেন্টে ভারত–পাকিস্তান ম্যাচসহ পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়।
এছাড়া আগামী বছরের সেপ্টেম্বর–অক্টোবরে ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে, এই টুর্নামেন্টে পাকিস্তানের ম্যাচ আয়োজনের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করা হবে।

এক্সপ্রেস ট্রিবিউন অবশ্য এই খবরে নতুন একও তথ্য যোগ করেছে। তাদের ভাষ্য, ২০২৭–৩১ সময়ে পাকিস্তানকে মেয়েদের একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগও দেওয়া হবে। তবে চ্যাম্পিয়নস ট্রফির কিছু ম্যাচ দুবাইয়ে আয়োজন করার কারণে বিশেষভাবে আর্থিক ক্ষতিপূরণ পাবে না পিসিবি।

অবশ্য, এত নাটকীয়তার মাঝেও হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে আয়োজক স্বত্ব থাকবে পিসিবিরই। আরব আমিরাতে হবে ভারতের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ, একটি সেমিফাইনাল ও ফাইনাল। আর এক সেমিফাইনালসহ মোট ১০ ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। অবশ্য ভারত যদি সেমিফাইনালে বা ফাইনালে না ওঠে, সে ক্ষেত্রে এই দুটি ম্যাচ পাকিস্তানে আয়োজিত হতে পারে বলেও আলোচনা আছে।
প্রাথমিক সূচি অনুসারে, ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ শেষ হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। আজ বিসিসিআই ও পিসিবির সঙ্গে আইসিসির বৈঠকের পর চূড়ান্ত সূচি প্রকাশ হতে পারে।

শেয়ার করুন

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *