জেল থেকে বের হয়েই স্ত্রীর কান্না থামালেন আল্লু অর্জুন

-শনিবার সকালে হায়দরাবাদের জুবিলি হিলস চত্বরে যেন জনঅরণ্য। জামিনে মুক্তি পাচ্ছেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুন। দক্ষিণী এই সুপারস্টার একরাত হাজতে থেকে ঘরে ফিরছেন।

অনুরাগী তো বটেই আল্লু অর্জুনের বাড়ির এলাকাতেও যেন উৎসবের আমেজ। শুক্রবার দুপুরে স্ত্রীর থেকে বিদায় নিয়ে পুলিশের সঙ্গে বেরিয়েছিলেন। এরপর সারাদিন থানা-পুলিশ, আদালতে কেটেছে।

একরাত হাজতবাসও করতে হয়েছে অভিনেতাকে। গত ২৪ ঘণ্টায় স্ত্রী-সন্তানের মুখও দেখার অবকাশ পাননি ‘পুষ্পা’। শনিবার সকালে আল্লু অর্জুন বাড়িতে ফিরতেই তার কাছে ছুটে গেলেন স্ত্রী স্নেহা রেড্ডি। স্বামীর বুকে মাথা রেখে কাঁদলেন অঝোরে।

স্নেহা-আল্লুর সেই আবেগপ্রবেণ মূহূর্তের ভিডিও নেটপাড়ায় দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে। সেখানেই দেখা গেল জুবিলি হিলসের বাড়ির প্রবেশপথে আল্লু অর্জুনকে স্বাগত জানানোর জন্য দুই সন্তানের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন স্ত্রী স্নেহা রেড্ডি। স্বামীকে দেখামাত্রই ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন।

ছেলে আল্লু অয়ন এবং আল্লু আরহাও বাবাকে পেয়ে খুশি। দুই ছেলেমেয়েকে কোলে তুলে, তাদের গালে চুম্বন করে বাড়িতে ঢুকলেন দক্ষিণী সুপারস্টার। ‘ফ্যামিলি ম্যান পুষ্পা’কে দেখে চোখের জল মুছলেন ভক্তরাও!

এর আগে গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। তার ৯ বছর বয়সি ছেলে এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলার ভিত্তিতেই শুক্রবার তেলেঙ্গানা পুলিশ গ্রেপ্তার করে দক্ষিণী তারকাকে।

আদালতে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয় অভিনেতার। এরপরই সন্ধায় আল্লু অর্জুনকে হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে নিয়ে যাওয়া হয়। যদিও কয়েকঘন্টার মধ্যেই ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে যান ‘পুষ্পা’।

তবে সময়মতো রিলিজ অর্ডার জেলে না পৌঁছনোয় শুক্রবার রাত কারাগারেই কাটাতে হয় আল্লু অর্জুনকে। শনিবার সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ চঞ্চলগুড়া জেলের পিছনের দরজা থেকে বেরিয়ে আসতে দেখা যায় ‘পুষ্পা’কে।

আল্লুকে বাড়ি নিয়ে যেতে এসেছিলেন তার বাবা আল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চর্লা চন্দ্রশেখর রেড্ডি। এদিন সকালে জেল থেকে বেরিয়ে আল্লু অর্জুনের মুখে একটাই কথা, ‘আমি দুঃখিত এবং শোকাহত। আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব।’

এদিকে স্বামীকে বাড়িতে পেয়েই স্ত্রী স্নেহার কান্না যেন কিছুতেই থামতে চাইছে না। বাবার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে যায় আল্লুর সন্তানরাও। তাদেরকেও শান্তনা দিতে দেখা যায় অভিনেতাকে। –

শেয়ার করুন

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *