২০২০-২১ শিক্ষাবর্ষের এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীরা এবং ২০২৪ সালের এইচএসসির শিক্ষার্থীদের অটোপাশের কবলে পড়ে মেধাবী শিক্ষার্থীরা তাদের যোগ্যতা যাচাইয়ের সঠিক সুযোগ না পেয়ে শিক্ষাব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ করে নিজেদের আত্মবিশ্বাসী অবস্থান থেকে দূরে সরে যাচ্ছে। বিগত বছরগুলোর পাশকৃত শিক্ষার্থীদের সঙ্গে অটোপাসের শিক্ষার্থীদের বৈষম্য নতুন করে বিরোধের সৃষ্টি হতে পারে। এ বিষয় নিয়ে চিন্তা ভাবনার সময় এসে গেছে। এ ধরনের স্পর্শকাতর ও সংবেদনশীল বিষয় নিয়ে সুশীল ও নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে।