চীনসহ পার্শ্ববর্তী দেশগুলোতে আতঙ্ক সৃষ্টি করা হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) বাংলাদেশেও শনাক্ত হয়েছে। ভাইরাসটি নিয়ন্ত্রণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ নির্দেশনা জারি করেছে।
বিশেষ সতর্কতা:
সোমবার (১৩ জানুয়ারি) বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট পক্ষকে এই নির্দেশনা প্রদান করেন। এতে বিদেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং ভাইরাস শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বাংলাদেশে প্রথম শনাক্ত:
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, দেশে এইচএমপিভিতে আক্রান্ত প্রথম ব্যক্তি কিশোরগঞ্জের ভৈরবের এক নারী।
প্রাদুর্ভাবের ইতিহাস:
এইচএমপিভি প্রথম শনাক্ত হয় ২০০১ সালে। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, ভাইরাসটি আরো আগে থেকেই মানুষের মধ্যে ছিল। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, ভাইরাসটি ১৯৫৮ সাল থেকেই সক্রিয় থাকতে পারে।
ভাইরাসের বৈশিষ্ট্য:
এইচএমপিভি প্রধানত শিশু, বয়স্ক মানুষ এবং দুর্বল ইমিউন সিস্টেমের ব্যক্তিদের মধ্যে ব্রংকাইটিস বা নিউমোনিয়ার মতো অসুখ সৃষ্টি করে। তবে বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাসের মতো এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, কারণ এটি নতুন নয় এবং মানুষের মধ্যে এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা রয়েছে।
প্রসঙ্গত:
চলতি বছরের জানুয়ারির শুরুতে চীনে প্রথম এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর জাপান, মালয়েশিয়া, ভারতসহ অন্যান্য দেশে এর প্রাদুর্ভাব দেখা গেছে।
বিশেষজ্ঞরা জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।