প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৪:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ২:৩৬ অপরাহ্ণ
এপ্রিলের শুরুতে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা ব্যবসায়ীদের
এপ্রিলের শুরু থেকে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। ভোজ্যতেল পরিশোধনের কারখানাগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ঘোষণা সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সংগঠনটি বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৮ টাকা এবং খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৩ টাকা বাড়াতে চান বলে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে লিখিতভাবে জানিয়েছে।
ভোজ্যতেলের ওপর কর-সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরদিন অর্থাৎ ১ এপ্রিল থেকে এই দর কার্যকরের ঘোষণা দেয় ব্যবসায়ীরা।
দাম সহনীয় রাখতে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ভোজ্যতেল আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে শুল্ক-করে ছাড় দেয় সরকার। এসব সুবিধার মেয়াদ বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত উন্নীত করা হয়েছিল। তবে মেয়াদ শেষ হতে চললে পুনরায় এ সুবিধার মেয়াদ আর বাড়াবে কি না তা জানায়নি সরকার। এর পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা শুল্ক বিবেচনায় দাম বাড়ানোর ঘোষণা দেয়।
টি কে গ্রুপের পরিচালক শফিউল আতহার বলেন, ১ এপ্রিল থেকে সয়াবিন ও পাম তেল বাজারজাত করার পর থেকে আগের মতোই মূল্য সংযোজন কর দিতে হবে। মূল্য সংযোজন কর বাবদ এই খরচ সমন্বয় করে ভোজ্যেতেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৫ || Innovation Technologies Ltd