প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ণ
গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব স্থগিত

রোববার (০৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে তাদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশনা দিয়েছে।
ব্যাংক হিসাব জব্দের তালিকায় থাকা অন্যরা হলেন- আহমেদ আকবর সোবহানের চার ছেলে সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান আনভীর ও সাফওয়ান সোবহান এবং তিন পুত্রবধূ সোনিয়া ফেরদৌসী সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান।
বিএফআইইউ’র চিঠিতে বলা হয়েছে, ‘উল্লিখিত ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেয়া হলো।’
এছাড়া, তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিন বন্ধ রাখারও নির্দেশনা দেয়া হয়েছে।-
কপিরাইট © ২০২৫ || Innovation Technologies Ltd