
রাবি প্রতিনিধি:
বিজ্ঞানকে কৌতূহলোদ্দীপক ও সহজভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের লক্ষ্য নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব (আরইউএসসি) আয়োজন করেছে ‘সায়েন্স শো অ্যান্ড সোশ্যাল অ্যাওয়ারনেস’ শীর্ষক একটি কর্মশালা।
আজ বুধবার (২১ মে) রাজশাহীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুলাইমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সকাল ১০টায় অগ্রণী বিদ্যালয়ে উক্ত কর্মশালার কার্যক্রম শুরু করে।
এ কর্মশালায় পদার্থবিদ্যা, রসায়ন ও পরিবেশবিজ্ঞানের ওপর ভিত্তি করে ১০টিরও বেশি চিত্তাকর্ষক এক্সপেরিমেন্ট উপস্থাপন করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান বিষয়ে কৌতূহল ও আগ্রহ জাগায়। প্রতিটি প্রদর্শনীর শেষে তাৎক্ষণিক কুইজের আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
কর্মশালায় অষ্টম, নবম ও দশম শ্রেণির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করে। অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয় ক্লাবের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা আয়োজনের আহ্বান জানান।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব সবসময়ই বিজ্ঞানকে সাধারণ শিক্ষার্থীদের কাছে সহজ ও আকর্ষণীয় করে তুলতে সচেষ্ট। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চার আগ্রহ সৃষ্টি এবং বিজ্ঞান নিয়ে ভাবনার জগৎ প্রসারিত করতেই ক্লাব নিয়মিতভাবে রাজশাহীর বিভিন্ন স্কুল ও কলেজে এ ধরনের আয়োজন করে থাকে।