-মূল্যস্ফীতিতে রাজনীতির প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, ‘তাই এটার দিকে আমি তাকাই না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সক্ষমতার অভাব রয়েছে। তারা যে তথ্য দেবে দিক। আমি তাতে হাত দেব না। তারা স্বাধীন। আমি প্রভাব ফেলব না।’
সোমবার (৭ অক্টোবর) একনেক সভা শেষে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২৪ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে বিদেশি ঋণ হচ্ছে ১৬ হাজার ১২ কোটি টাকা। বাকি অর্থ সরকার খরচ করবে।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) রাজনৈতিক প্রকল্প রয়েছে। সেগুলোর তালিকা করা হচ্ছে। বিশেষ রাজনৈতিক প্রকল্প যাচাই-বাছাই করা হচ্ছে। তা সংশোধন করতে হচ্ছে। এ কাজ করতে সমস্যা হচ্ছে। উন্নয়ন বাজেট তথা এডিপির আকারও ছোট করা হবে।’-