জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা নিয়ে আবারও আদালতে যাচ্ছে সরকার
রাষ্ট্রপক্ষ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে। আগামী রোববার (৮ ডিসেম্বর) এই বিষয়ে শুনানি হবে।
২০২০ সালে হাইকোর্ট ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছিল। তবে সরকার এখন এই রায়ের বিরোধিতা করছে।
এর আগে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে হাইকোর্ট এই রায় দিয়েছিল। পরে ২০২২ সালে শেখ হাসিনার মন্ত্রিসভাও ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেয়।
এখন দেখার বিষয়, সুপ্রিম কোর্ট এই মামলায় কী রায় দেয়।