১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক কোন নেই

শেয়ার করুন

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে সরকারের সংশ্লিষ্টতা নেই

ছাত্র-জনতার অভ্যুত্থানের উদ্‌যাপন ও তা সমুন্নত রাখতে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে। তবে এ উদ্যোগের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, “এটি সম্পূর্ণভাবে একটি ব্যক্তিগত উদ্যোগ। আমরা এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি। এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই।”

এ প্রসঙ্গে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “ঘোষণাপত্রটি প্রকাশের আগ পর্যন্ত এর বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট কিছু বলা সম্ভব নয়। সেদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।”

তিনি আরও বলেন, “সচিবালয় বর্তমানে একটি ক্রাইম সিন হিসেবে চিহ্নিত। সরকার সেখানে আগুনের ঘটনার তদন্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করছে। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছি। তদন্ত প্রক্রিয়ার স্বার্থে সচিবালয়ে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি একান্তই তদন্তের প্রয়োজনে নেওয়া সিদ্ধান্ত এবং তা সাময়িক। আলামত নষ্ট হওয়ার আশঙ্কায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত একটি বিষয়।”

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

উল্লেখ্য, শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই ৩১ ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক রহস্যময় স্লোগান ছড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। এ কারণে সেদিন কী ঘটতে পারে, তা নিয়ে জনমনে কৌতূহল ও আলোচনা তুঙ্গে।

 

শেয়ার করুন