
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। ইসির সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মোখলেছুর রহমানের জারি করা একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, নিড অ্যাসেসমেন্ট মিশনের আওতায় ইউএনডিপির আট সদস্যের একটি প্রতিনিধি দল ১৪ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য বৈঠকে মিলিত হবে। বৈঠকটি দুপুর সাড়ে ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে এবং এতে সভাপতিত্ব করবেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে।
ইউএনডিপি অতীতেও বাংলাদেশের বিভিন্ন নির্বাচনে প্রশিক্ষণ ও নির্বাচনী উপকরণ সরবরাহ করে সহায়তা করেছে। এ, এম, এম, নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে এর আগেও সংস্থাটি বৈঠক করেছে।
উল্লেখ্য, নাসির কমিশন দায়িত্ব নেওয়ার পর বিদেশি প্রতিনিধিদের সঙ্গে দুটি বৈঠক হয়েছে। এর মধ্যে গত ১০ ডিসেম্বর তুরস্কের তিন সাবেক সংসদ সদস্য এবং এর আগে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইউএনডিপি ও জাতিসংঘ উভয়েই নির্বাচনে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।