সিনেমার প্রচারে রাজ-শুভশ্রীর ছেলে ইউভান

-আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই বড় পর্দায় আসছে ওপার বাংলার পরিচালক রাজ চক্রবর্তী পরিচালিত নতুন ছবি ‘সন্তান’। সিনেমার ট্রেলার ইতোমধ্যেই দারুণ সাড়া ফেলেছে দর্শকমহলে।

এ ছবিতে একজন আইনজীবীর চরিত্রে সন্তানে অভিনয় করেছেন শুভশ্রী। রাজের নির্দেশনায় ইন্ডাস্ট্রির একঝাঁক তারকার সমাবেশ দেখা যাবে এই ছবিতে। চলছে শেষ মুহূর্তের প্রচারকার্য। ছবির প্রচারে এবার যোগ দিয়েছেন এ তারকা দম্পতির ছেলে ইউভান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউভানের একটি ছবি শেয়ার করে রাজ লিখেছেন ‘সন্তান’। ছেলের ছবির মাধ্যমেও যে সিনেমার ক্যাম্পেন করছেন সেটা ক্যাপশনে স্পষ্ট লিখে দিয়েছেন পরিচালক। সাদা টিশার্ট, নীল প্যান্ট আর গলায় মেডেল।

কমেন্ট বক্সে নিজেকে গর্বিত মাম্মি বলে সম্বোধন করেছেন শুভশ্রী। সিনেমার প্রচারের মাঝে দার্জিলিং-এ প্রথম হিন্দি প্রজেক্টের শ্যুটিংয়ে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। সেখান থেকেও কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সুন্দর মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন রাজশ্রী।

প্রসঙ্গত, নাড়ির টানের সম্পর্কও উঠতে পারে কাঠগড়ায়, এই প্রেক্ষাপটেই রাজ তৈরি করেছেন নতুন ছবি ‘সন্তান’। ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর ভূমিকায় অহনা, বাবার চরিত্রে মিঠুন চক্রবর্তী, মায়ের ভূমিকায় অনসূয়া মজুমদার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে টলিপাড়ার পরিচিত মুখের সমাহার। –

শেয়ার করুন

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *