
চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানিয়েছেন, জঙ্গলখাইন ইউনিয়নে দুই পরিবারের মধ্যে ঝগড়ার জেরে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহতের নাম শিউলী বেগম (৪২)।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পটিয়া উপজেলার জঙ্গলখাইন গ্রামে এই ঘটনা ঘটে। শিউলীর ছেলে শামীমের (১২) সঙ্গে ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে প্রতিবেশী যুবক আলফাজুর রহমান ইয়াছিন ওরফে আলভীর (১৮) ছোট ভাই তাহসিনের (১৪) ঝগড়া হয়। এরপর থেকে দুই পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এক পর্যায়ে আলভীর নেতৃত্বে তার পরিবারের সদস্যরা শিউলীর পরিবারের উপর হামলা চালায়। এই হামলার সময় আলভী শিউলিকে পেটে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Leave a Reply