অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক। এই রোডম্যাপ জনগণের মনে প্রশ্ন তৈরি করে।

 

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, দেশের যেকোনো আন্দোলন সংগ্রাম থেকে বিএনপি কখনো পিছপা হয়নি। আশি-নব্বইয়ের দশকে বিএনপি যা বলেছে, এখনও তাই বলছে। এ সময় জাতির প্রত্যেকটি অর্জনের সাথে বিএনপি জড়িয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।

 

ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করেছে। পাশাপাশি অনেকের বাসস্থান করে দিয়েছে।

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *