
লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতে নিয়েছে। ব্যক্তিগতভাবে রান না পেলেও লিটনের নেতৃত্ব গুণ দর্শক ও বিশেষজ্ঞদের মন জয় করেছে। এই অবস্থায় জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন লিটনের প্রশংসায় পঞ্চমুখ।
সালাউদ্দিন বলেন, “লিটন খুবই দূরদর্শী একজন অধিনায়ক। সে ম্যাচের ৩-৪ ওভার আগেই বুঝতে পারে কী ঘটতে যাচ্ছে। তার এই দক্ষতা ম্যাচ পরিকল্পনায় অনেক বড় ভূমিকা রাখে।”
লিটনকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে নির্বাচন করা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু সালাউদ্দিন বলেন, “আমি যখন কোন সিদ্ধান্ত নিই, অনেক ভেবে চিন্তে নিই। লিটনের মধ্যে আমি একজন অধিনায়কের সব গুণ দেখেছি।”
লিটনের ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তিত নন সালাউদ্দিন। তিনি বলেন, “যেকোনো ব্যাটসম্যানের খারাপ সময় আসতেই পারে। লিটনের টেকনিক্যাল কোনো সমস্যা নেই। সে খুব তাড়াতাড়ি তার ফর্ম ফিরিয়ে আনবে।”
সালাউদ্দিন আরও বলেন, “লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। মানসিকভাবে শান্ত থাকলে সে খুব তাড়াতাড়ি তার ফর্ম ফিরিয়ে আনবে।”
সালাউদ্দিনের এই মন্তব্যের পর লিটন দাসকে বাংলাদেশের স্থায়ী টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখার সম্ভাবনা আরও বেড়েছে।


Leave a Reply