
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ (১৫ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে। এবার তারা পুনর্গঠিত বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে আরও জানা যায়, পুনর্গঠিত সেন্সর বোর্ডে অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। পুনর্গঠিত সেন্সর বোর্ডে এছাড়াও রয়েছেন চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু, খিজির হায়াত খান, তাসমিয়া আফরিন মৌ, লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ। নিপুণ বিগত সরকারের বিতর্কিত কর্মকান্ডের ব্যপারে সোচ্চার ছিলেন। অন্যদিকে নওশাবা বিগত সরকারের রোষানলে দীর্ঘদিন কারাবন্দি ও নির্যাতনের স্বীকার হয়েছেন ।


Leave a Reply