তামিমের অধিনায়কত্বে খেলার আলাদা মজা

-বিপিএল সামনে । আজ প্রথম দিনের মতো মাঠের অনুশীলনে দেখা গেল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। ঢাকার বাইরে পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অনুশীলন শুরু করেছে তারা।

পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলের স্পিনার নাঈম হাসান। জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে নিজের কথা। অধিনায়ক হিসেবে তামিমের থেকে সমর্থন পাওয়ার কথা জানিয়ে নাঈম বলেন, ‘উনার সঙ্গে আগেও খেলেছি, উনার অধীনে খেলে অনেক মজা। জাতীয় দলে যখন উনি ছিল, তখনও ছিল (মজা)। উনি দলে থাকলে সব সময় আলাদা সমর্থন পাওয়া যায়।’

প্রাক প্রস্তুতির প্রথম দিনে নিজেদের মধ্যে ম্যাচ খেলেছে বরিশালের ক্রিকেটাররা। অনুশীলনে ম্যাচ সিনারিও নিয়ে নাঈম বলেন, ‘আসলে আমরা তো সবাই ম্যাচের মধ্যে ছিলাম এনসিএলের। খেলার মধ্যে ছিলাম। সবাই চেষ্টা করছি যে, সময় তো নাই আমরা যদি…লম্বা টাইম অনুশীলন করার জন্য একদিনই সময় আছে। ওই হিসেবে অনুশীলনটা করা।’

তারকায় ঠাসা বরিশালের একাদশে সুযোগ পাওয়া নিয়ে নাঈম বললেন, ‘প্রতিযোগিতা তো বেশি। এটা আমাদের দলের জন্যই ভালো। সবাইকে সবার জায়গা থেকে শতভাগ দিতে হবে। কারণ- একজনের জায়গায় আরেকজন আসতে পারে। ওই জন্য প্রতিযোগিতা বেশি থাকলে প্রতিদ্বন্দ্বিতা যখন ভালো হবে তখন দলের ফল ভালো হয়।’ –

শেয়ার করুন

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *