
অস্থায়ী পাসে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের অনুমতি
অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে প্রবেশে সীমাবদ্ধতা
নাহিদ ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার আজ (রোববার) শেষ দিন। এই কারণে আজ পর্যন্ত কাউকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে কাল (সোমবার) থেকে সাংবাদিকরা অস্থায়ী পাস নিয়ে প্রবেশ করতে পারবেন।”
পাসের আবেদন প্রক্রিয়া
তিনি জানান, “বিগত সময়ে ৩ হাজারের বেশি অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা হয়েছে, যার মধ্যে অনেকে প্রকৃত সাংবাদিক নন। তাই নতুন নীতিমালার আওতায় স্থায়ী পাসের ব্যবস্থা করা হবে। আপাতত সীমিত সংখ্যক সাংবাদিকদের জন্য অস্থায়ী পাস দেওয়া হবে। সাংবাদিক সংগঠন এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে এই প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।”
তিনি আরও বলেন, “আগামীকাল (সোমবার) থেকে পুরোনো সব পাস বাতিল হবে। নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হবে। প্রয়োজন হলে সাংবাদিক সংগঠন এবং সম্পাদকদের সঙ্গে আলোচনা করে স্থায়ী পাস দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।”
নীতিমালার আওতায় পাস ইস্যু
নাহিদ ইসলাম বলেন, “৩ হাজারের বেশি অ্যাক্রেডিটেশন কার্ড রাখা সম্ভব নয়, কারণ এর মধ্যে অনেক ভুয়া। যাচাই-বাছাইয়ের মাধ্যমে এবং আবেদনের ভিত্তিতে নির্ধারিত নীতিমালার আওতায় স্থায়ী পাস ইস্যু করা হবে।”
সচিবালয়ে প্রবেশের জন্য সাংবাদিকদের নতুন প্রক্রিয়ায় আবেদন করতে হবে এবং এই বিষয়ে বিস্তারিত নিয়ম শিগগিরই জানানো হবে।