১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে কিছুতেই বন্ধ হচ্ছে না অপহরণ বাণিজ্য!

শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে অপহরণকারীরা ফাঁকা গুলি বর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পর, অস্ত্রের মুখে জিম্মি করে ছৈয়দ হোছাইন নামে এক ব্যক্তিকে অপহরণ করেছে। অপহৃত ব্যক্তি টেকনাফ বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার বাসিন্দা, মৃত আব্বাস মিয়ার পুত্র এবং পেশায় রাজমিস্ত্রি।

অপহৃত ব্যক্তির পরিবার জানায়, শুক্রবার (৩ জানুয়ারি) রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা গহীন পাহাড় থেকে নেমে এসে ফাঁকা গুলি বর্ষণ করে এবং এরপর ছৈয়দ হোছাইনকে অস্ত্রের মুখে জিম্মি করে তার বাড়ি থেকে নিয়ে যায়।

স্থানীয় যুবক নুর হোসেন জানান, শুক্রবার মাগরিবের নামাজের পর অস্ত্রধারী ডাকাতদল পাহাড় থেকে নেমে এসে ছৈয়দ হোছাইনকে অপহরণ করে নিয়ে যায়। এর ফলে এলাকার বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ও আতঙ্কে রয়েছেন।

বাহারছড়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম জানান, সন্ধ্যায় ফাঁকা গুলিবর্ষণ করে এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং বৃহস্পতিবার আরও দুটি অপহরণের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, অপহৃতদের গহীন পাহাড়ে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়েছে।

বাহারছড়া শামলাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার সাহা জানান, ফাঁকা গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে, যা এখনও চলমান।

এ পর্যন্ত ৭৪ ঘণ্টায় টেকনাফ উপজেলায় পাহাড়ী এলাকার বিভিন্ন স্থান থেকে ৩০ জন অপহৃত হয়েছেন। এর মধ্যে ২৬ জন ফিরে আসলেও ৪ জন এখনো নিখোঁজ। এছাড়া, অপহরণ চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে।

এই ঘটনার ফলে পাহাড়ী এলাকা সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

শেয়ার করুন