১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সাদপন্থিদের ইজতেমা করার অধিকার নেই : মামুনুল হক

শেয়ার করুন

সাদপন্থিদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, “৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কোনো বাধা নেই, এবং এর কার্যক্রমও পুরোদমে শুরু হবে।”

সাদপন্থিদের ইজতেমা প্রসঙ্গে তিনি বলেন, “দ্বিতীয় পর্বের ইজতেমার যে ঘোষণা ছিল, ১৭ ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে সেই পরিস্থিতি পাল্টে গেছে। যাদের কারণে টঙ্গীর ইজতেমা মাঠ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের সেই মাঠে ইজতেমা করার নৈতিক অধিকার নেই।”

 

শেয়ার করুন