১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আবু সাঈদ হত্যা : রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে শাস্তি

শেয়ার করুন

জুলাই-আগস্টের নিপীড়ন ও আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৭১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী এই তথ্য নিশ্চিত করেন।

তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনে নিপীড়ন ও হত্যাকাণ্ডের সঙ্গে ৭২ শিক্ষার্থীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার, ৩৩ জনকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার এবং ১৫ জন শিক্ষার্থীর পড়াশোনা শেষ হয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপর একজন শিক্ষার্থী নির্দোষ প্রমাণিত হওয়ায় তার অভিযোগ তুলে নেওয়া হয়েছে।

এছাড়া সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় যে, ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের আগে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সমিতি বা ইউনিয়নের নির্বাচন আয়োজন করা হবে না। পাশাপাশি লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ায় কোনো ছাত্রসংগঠনের ব্যানারে কর্মসূচি দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নীতিমালা প্রণয়ন করা হবে।

 

শেয়ার করুন