
গোবিন্দকে নিয়ে রাভিনার মন্তব্য: সুনীতার খোলামেলা জবাব
বলিউডে অপরিণত প্রেমের অনেক গল্পের মধ্যে একটি হলো রাভিনা ট্যান্ডনের গোবিন্দের প্রতি মুগ্ধতা। এটি প্রকাশ্যে এনেছেন স্বয়ং গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা।
গোবিন্দ ও রাভিনা একসঙ্গে অভিনয় করেছেন ‘আন্দাজ আপনা আপনা’, ‘আঁখিয়ো সে গোলি মারে’, এবং ‘পারদেসী বাবু’-এর মতো ছবিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছেন, রাভিনা মজার ছলে প্রায়ই বলেন, “তোর সঙ্গে আগে দেখা হলে তোকে বিয়ে করতাম।”
এ প্রসঙ্গে সুনীতা রাভিনাকে উত্তর দেন, “নিয়ে যা! তখন হাড়ে হাড়ে টের পাবি।”
সুনীতার রাভিনার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, যা গোবিন্দের অন্য সহ-অভিনেত্রীদের সঙ্গেও গড়ে উঠেছিল। বিশেষত, শিল্পা শেট্টি ও মনীষা কৈরালার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার। ছবির শুটিং শেষে একসঙ্গে দেখা করা ও খাওয়াদাওয়া করতেন তারা। তবে এসবের পাশাপাশি সংসারের দায়িত্বও সুনীতার কাঁধেই ছিল। কারণ, গোবিন্দ তখন বিরামহীন শুটিংয়ে ব্যস্ত থাকতেন। সন্তানদের দেখভাল করতেন সুনীতা।
বর্তমানে গোবিন্দ ও সুনীতার দাম্পত্য সম্পর্কেও কথা বলেছেন তিনি। এখন তারা আলাদা থাকেন। সুনীতা সন্তানদের নিয়ে একটি বাড়িতে থাকেন, আর গোবিন্দ তার বিপরীতের একটি বাংলোয় একা থাকেন। প্রতিদিনের কাজ শেষে অভিনেতা বন্ধুদের সঙ্গে সময় কাটান।
মজার ছলে সুনীতা বলেন, “আমি ওকে বলেছি, আগামী জন্মে যেন ও আমার স্বামী না হয়। ও কোথাও ঘুরতে যেতে চায় না। আমার ইচ্ছা করে রাস্তায় দাঁড়িয়ে তার সঙ্গে ফুচকা খাই। আমরা কবে একসঙ্গে সিনেমা দেখতে গিয়েছি, সেটাও মনে নেই।”
সুনীতার এই বক্তব্যে তাদের সম্পর্কের অনন্য রসায়ন ও জীবনের সরলতা ফুটে উঠেছে।


Leave a Reply