১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে শাহবাগ মোড় অবরোধ

শেয়ার করুন

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত এবং বিচারাধীন নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তাদের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করছেন।

পুলিশের বক্তব্য:
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ মুনসুর বলেন, “পিলখানার বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত এবং তাদের পরিবারের সদস্যরা এ আন্দোলন করছেন। আজ দ্বিতীয় দিনের মতো তারা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। পুরো এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।”

পূর্ববর্তী ঘটনা:
গতকাল (৮ জানুয়ারি) বুধবার, একই দাবিতে বিভিন্ন এলাকা থেকে মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হন। বেলা সাড়ে ১২টার দিকে তারা শহীদ মিনার থেকে যমুনা টেলিভিশনের দিকে পদযাত্রা শুরু করেন। শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। বাধার মুখে আন্দোলনকারীরা শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।

আন্দোলনকারীরা দাবি করেছেন, পিলখানার ঘটনায় অনেক নিরপরাধ জওয়ানকে চাকরিচ্যুত বা অভিযুক্ত করা হয়েছে। তাদের সবার বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন এবং নিরপরাধদের মুক্তি দেওয়ার দাবি জানানো হচ্ছে।

বর্তমানে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ থাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

 

শেয়ার করুন