
মোবাইল ফোনে ইন্টারনেট প্যাকেজের সীমাবদ্ধতা তুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন নির্দেশনায় গ্রাহকরা এখন ঘণ্টাভিত্তিক ইন্টারনেট প্যাকেজও কিনতে পারবেন। পাশাপাশি, বিভিন্ন মেয়াদের প্যাকেজ প্রদানের সুযোগ পেয়েছে মোবাইল অপারেটররা।
রোববার জারি করা বিটিআরসির নির্দেশিকায় জানানো হয়েছে, ইন্টারনেট প্যাকেজ বিক্রির ক্ষেত্রে অপারেটরদের ওপর থাকা শর্তগুলো শিথিল করা হয়েছে। প্রায় ১৫ মাস পর এ ধরনের পরিবর্তন আনা হলো।
নতুন নির্দেশনা অনুযায়ী, মোবাইল অপারেটররা তিন ধরনের প্যাকেজ দিতে পারবে:
1. নিয়মিত প্যাকেজ:
এটি সব গ্রাহকের জন্য উন্মুক্ত থাকবে এবং এর মেয়াদ হবে অন্তত ১৫ দিন।
2. গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ:
নির্দিষ্ট গ্রাহক ক্যাটাগরির জন্য তৈরি এ প্যাকেজগুলো গ্রাহকের ব্যবহার এবং গড় আয় অনুযায়ী নির্ধারণ করা হবে। এর মেয়াদ হবে কমপক্ষে ৩ দিন।
3. রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (R&D) প্যাকেজ:
বাজারের চাহিদা ও গ্রাহকদের প্রয়োজনীয়তা বিশ্লেষণের জন্য দেওয়া হবে এ প্যাকেজ। এর মেয়াদ হবে অন্তত ৭ দিন।
এ তিন ধরনের প্যাকেজ ছাড়াও অপারেটররা গ্রাহকের চাহিদা ও আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ তৈরি করতে পারবে। এর আওতায় ঘণ্টাভিত্তিক এবং ১ থেকে ৩ দিনের মেয়াদি প্যাকেজ দেওয়ার অনুমতি রয়েছে।
ঘণ্টাভিত্তিক ও স্বল্পমেয়াদি প্যাকেজের সীমা:
প্রতি ঘণ্টার জন্য সর্বোচ্চ ২০০ এমবি।
১ দিনের জন্য সর্বোচ্চ ৩ জিবি।
২ দিনের জন্য সর্বোচ্চ ৫ জিবি।
৩ দিনের জন্য সর্বোচ্চ ৮ জিবি।
এই পরিবর্তন গ্রাহকদের আরও নমনীয় ও প্রয়োজনমুখী প্যাকেজ বেছে নেওয়ার সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে।