
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেছে দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের সংগঠন বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের প্রতিনিধি দল।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকার সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ হয়।
প্রবাসী প্রতিনিধি দলে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সভাপতি আলী হোসেন, সিনিয়র সহ সভাপতি আনিস রহমান, সহ সভাপতি মনির হোসেন ও সদস্য হাসান উপস্থিত ছিলেন।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের গার্মেন্টস পণ্যের চাহিদা অনুযায়ী পণ্যের জোগান দিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ সময় হুন্ডি কারবারি, বিমানবন্দরের দালাল, মানবপাচারকারীসহ দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তির বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে সরকারকে আহ্বান জানানো হয়।
পররাষ্ট্র উপদেষ্টা দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়গুলো নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সরকারের বিভিন্ন দপ্তরে জানাতে আগ্রহ পোষণ করেন।
উল্লেখ, পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ইতোপূর্বে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।